When the parents get together, the child develops the right development | বাবা মায়ের সঙ্গ পেলে, শিশুর সঠিক বিকাশ মেলে
"Unicef estimates the orphan population at 150 million, other sources claim that there are over 200 million parentless children in the world. It is almost impossible to determine the number of orphans, as many of them are living in underdeveloped countries where records on parentless children aren’t systematically kept."
It is also very difficult to count these children. We are finding it difficult to look at their health and wellness and food habits. It is very difficult for the government or any conscious person to keep a thorough account of it. Therefore, it is very important to take care of food, sanitation and utensils and health care for these children by all the conscious efforts and government initiatives. Then these children will be able to see a clean and beautiful future world.
ইউনিসেফ অনাথ জনসংখ্যার ১৫০ মিলিয়ন জনসংখ্যার অনুমান করে, অন্য সূত্রগুলি দাবি করে যে, বিশ্বের ২০০ মিলিয়ন মাতা-পিতাহীন শিশু রয়েছে। অনাথদের সংখ্যা নির্ধারণ করা প্রায় অসম্ভব, কারণ তাদের অনেকে অবলম্বনশীল দেশে বসবাস করছেন, যেখানে অভিভাবকহীন শিশুদের উপর রেকর্ডগুলি নিয়মিতভাবে রাখা হয় না। "
এ সকল শিশুদের হিসেব রাখাটাও অনেকটাই কঠিন। তাদের স্বাস্থ্য ও সুস্থতা এবং খাবারের ধরনের প্রতিও দৃষ্টি দেয়া আমাদের একেবারে কঠিন হয়ে পড়ছে। সরকার বা যেকোনো সচেতন ব্যক্তির পক্ষে এর পুঙ্খানুপুঙ্খ খবর রাখাটাও বেশ কঠিন।তাই সকল সচেতন মাইতি এবং সরকারের উদ্যোগে এসকল শিশুদের জন্য খাবার, স্যানিটেশন ও ব্যবহার্য জিনিসপত্র এবং স্বাস্থ্যের দায়িত্ব নেয়াটা খুবই জরুরী। তাহলে এই শিশুদের দ্বারাই পরিচ্ছন্ন ও সুন্দর আগামীর পৃথিবী দেখা সম্ভব হবে।
It is also very difficult to count these children. We are finding it difficult to look at their health and wellness and food habits. It is very difficult for the government or any conscious person to keep a thorough account of it. Therefore, it is very important to take care of food, sanitation and utensils and health care for these children by all the conscious efforts and government initiatives. Then these children will be able to see a clean and beautiful future world.
ইউনিসেফ অনাথ জনসংখ্যার ১৫০ মিলিয়ন জনসংখ্যার অনুমান করে, অন্য সূত্রগুলি দাবি করে যে, বিশ্বের ২০০ মিলিয়ন মাতা-পিতাহীন শিশু রয়েছে। অনাথদের সংখ্যা নির্ধারণ করা প্রায় অসম্ভব, কারণ তাদের অনেকে অবলম্বনশীল দেশে বসবাস করছেন, যেখানে অভিভাবকহীন শিশুদের উপর রেকর্ডগুলি নিয়মিতভাবে রাখা হয় না। "
এ সকল শিশুদের হিসেব রাখাটাও অনেকটাই কঠিন। তাদের স্বাস্থ্য ও সুস্থতা এবং খাবারের ধরনের প্রতিও দৃষ্টি দেয়া আমাদের একেবারে কঠিন হয়ে পড়ছে। সরকার বা যেকোনো সচেতন ব্যক্তির পক্ষে এর পুঙ্খানুপুঙ্খ খবর রাখাটাও বেশ কঠিন।তাই সকল সচেতন মাইতি এবং সরকারের উদ্যোগে এসকল শিশুদের জন্য খাবার, স্যানিটেশন ও ব্যবহার্য জিনিসপত্র এবং স্বাস্থ্যের দায়িত্ব নেয়াটা খুবই জরুরী। তাহলে এই শিশুদের দ্বারাই পরিচ্ছন্ন ও সুন্দর আগামীর পৃথিবী দেখা সম্ভব হবে।
No comments