শীতে শিশুর গোসল | Baby bath in the winter

শীতে শিশুদের গোসলের ব্যাপারে অনেকেই দ্বিধায় পড়েন। অথচ এ সময় নিয়মিত গোসল করানো ভালো।
না করালে বরং ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকায় ত্বক শুষ্ক থাকে, খসখসে ভাব হয়। শরীর ঘেমেও যায়। এই ঘাম থেকে দুর্গন্ধ হয়, ত্বকে ফুসকুড়ি ওঠে, ত্বকে সংক্রমণ হতে পারে।

            জন্মের পর নবজাতককে (২৮ দিন বয়স পর্যন্ত) ৭২ ঘণ্টা পর্যন্ত গোসল না করানো উচিত। এরপর প্রতি এক দিন পর পর গোসল করানো যেতে পারে। এ ছাড়া শিশুর অন্য কোনো সমস্যা না থাকলে নিয়মিত গোসল করানো উচিত।

            ৩০ দিনের বেশি বয়সী শিশুদের প্রতিদিন গোসল করাবেন। তবে নিউমোনিয়া বা ঠাণ্ডার লক্ষণ থাকলে না করানোই উচিত।

শীতে শিশুদের জন্য গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করুন। গোসল শেষে নরম তোয়ালে দিয়ে শরীর মুছে দিন। এরপর ত্বক শুকিয়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি ময়েশ্চারাইজার লাগিয়ে দিন। এতে শিশুর ত্বক ভালো থাকে।

গোসলের সময় এক দিন পর পর চুল ভালোভাবে শ্যাম্পু করান। এতে মাথার ত্বক ভালো থাকবে এবং মাথায় কোনো ফুসকুড়ি উঠবে না।

            শিশুকে সহনীয় হালকা উষ্ণ পানি দিয়ে গোসল করান। হালকা গরম পানিতে গোসল করালে শরীরের বন্ধ লোমকূপ খুলে যায় এবং রক্ত চলাচলের গতি বেড়ে যায়।

            গোসলের আগে শিশুকে কিছুক্ষণ রোদে রাখার পর অলিভ অয়েল বা সরিষার তেল শরীরে মালিশ করলে ঠাণ্ডা লাগার আশঙ্কা কমবে। ত্বকও থাকবে অনেক ভালো।
কানে যাতে পানি না ঢোকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

লেখক : অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী 
বিভাগীয় প্রধান, শিশুরোগ বিভাগ
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল
Many people feel hesitant about bathing in the winter. But it is good to have regular bathing at this time.

Rather, there can be many problems on the skin. Due to the low humidity of the winter, the skin is dry, it is dry. The body is also sweated. This sweat is sweat, skin rashes, skin infections can occur.

After birth, the newborn (until 28 days of age) should not take bath for 72 hours. After this, bathing can be done every single day. Besides, if there is no other problem in the child, then regular bath should be done.

Bathing for children over 30 days old. But there should be no pneumonia or cold symptoms.

Use glycerin soap for children in winter. After bathing, remove the body with a soft towel. Then immediately apply moisturizer before the skin gets dry. The baby's skin is good.

Shampoo hair thoroughly after a few days after bathing. It will have good skin in the head and there will be no rash on the head.

Bath the child with tolerable light warm water. After bathing in light hot water, the body closed off the lymphoma and increased blood flow.

After keeping the baby in the sun for a few minutes before bathing, moisture oil or mustard oil massage will reduce the chances of getting cold. The skin will be very good.
Keep in mind that the water does not enter the ear.

Writer: Professor Dr. Pranab Kumar Chowdhury
Divisional Head, Department of Pediatrics
Chittagong Medical College Hospital

সূত্র : এখানে ক্লিক 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.