তুরস্কে ৪০ দিন ফজরের নামাজ জামাতে পড়ায় ‘সাইকেল’ পুরস্কার পেলো ৫২০জন শিশুকিশোর

“চলো মসজিদে যাই, ফজর নামাজে শরীক হই” স্লোগানে আকশাহর পৌরসভার এক বিশেষ প্রকল্পের আওতায় এবং নগরীর ইফতা বোর্ডের সহায়তায় ‘বাইসাইকেল বিতরণ’ এর এই উদ্যোগ গ্রহন করা হয়।

তুরস্কের আকশাহর পৌরসভায় রাষ্ট্রীয় তত্ত্বাবধানে শিশু কিশোরদের মাঝে (বিশেষ প্রতিযোগিতার পুরস্কার হিসেবে) বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ৫২০ জন তুর্কি শিশু কিশোর– যারা টানা চল্লিশ দিন ধারাবাহিকভাবে ফজর নামাজ জামাতের সাথে আদায় করেছে তারা এই অভিনব পুরস্কার লাভ করেছেন।

প্রতিযোগিতার লক্ষ্য ছিলো শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং একত্ববাদ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আকশাহর পৌরসভা প্রতিনিধি মুহাম্মদ আলিদী, পৌর-মেয়র সালেহ আক্কায়া ও মুফতী আহমদ কারদাশের উপস্থিতিতে শহরের সংস্কৃতি-বিষয়ক কার্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় শিশুদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে স্থানীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তথ্যসূত্র

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.